Cloudflare অনেক সুন্দর একটা জিনিস এইটা একবার হলে ও ব্যাবহার করা দরকার কারণ আপনি যদি Cloudflare ব্যাবহার করতে পারেন তাহলে আপনার Development এর জীবনটা অনেক সহজ করে তুলবে ।Cloudflare ফ্রিতে অনেক service দিয়ে থাকেন যেমনঃ DNS, SSL, CDN, Tunnel ইত্যাদি । আমরা বেশির ভাগ সময় DNS, SSL, CDN ব্যাবহার করে থাকি। DNS সম্পর্কে যদি না জানা থাকে তাহলে আপনি এটার মজাটাই বুজবেন না । আমারা যারা server নিয়ে কাজ করে থাকি তাঁদের DNS সম্পর্কে জানা না থাকলে অনেক কষ্ট করতে হতে পারে ধরেন আপনার একটা ডোমেইন আছে আপনি সেটাকে cpanel য়ে যুক্ত করেছেন এখন আপনি একটা subdoamin বানিয়েছেন এবং সেটা digitalocean hosting এ যুক্ত করতে চাইতেছেন এখন আপনি কি করবেন আপনার domain তো cpanel যুক্ত করা এখন কেমন করে এই সমস্যার সমাধান করবেন এই সমস্যা জন্য আপানর প্রয়োজন DNS, এই DNS সারা কিন্তু আপনি এই সমস্যার কোন সমাধান পাবেন না পেলে পেতে ও পারেন আমার জানা নাই। এই কাজটা অনেক সহজ ভাবে করার জন্য আপনাকে সাহায্য করবে Cloudflare। ধরেন আপনার একটা ওয়েবসাইট আসে যেটা nodejs, python, java দিয়ে করা যেটা আপনি cpanel য়ে host করতে পারতেছেন না এখন আপনার দরকার vps server আপনি সেই কাজটা ও করে ফেললেন এখন আপনার ছোট একটা সমস্যা রয়েই গেছে সেটা হল আপনি যে কাজ করেন সেটার জন্য অনেক mail করা লাগে এখন mail servie যারা দেয় সেগুলার ব্যাবহার করতে গেলে অনেক টাকা গুনতে হচ্ছে সেই জন্য আপনি cpanel নেয়ার সিদ্ধান্ত নিলেন আপনি নিয়ে ও ফেললেন এখন কথা হচ্ছে আপনার server তো digitalocean অথবা aws সে host করা আপনি আবার cpane নিয়েছেন mail করার জন্য এবং আপনার যে domain তা আছে সেটা আপনি cpanel য়ে যুক্ত করেছেন এখন আপনি আপনার server এর সাতে কিভাবে domain connect করবেন? আসলে আপনাকে খুব বেশি চিন্তা করার কোন দরকার নাই আপনি আপানর domain আপনার যে server আছে সেটা হউক aws অথবা digitalocean ইত্যাদি। আপনি আপনার doamin তা আপনার sarver য়ে যুক্ত করবেন এবং mail করার জন্য একটা DNS আছে তাঁর নাম mx record এইটা আপনি আপনার server যুক্ত করলেই mail এর সমস্যা সমাধান হয়ে যাবে এর উপকারিতা বলে শেষ করতে পারব না সময় করে এর উপর একটা video নিয়ে আসব ইনশাল্লাহ । আমি মনে করি cloudflare জানা দরকার আপনি যদি backend developer হয়ে থাকেন আপনি যেকোনো ডেভেলপার এই হন না কেন এটা জানা থাকা দরকার আপনি যদি cloudflare জানেন আপনার development এর জীবন অনেকটা সহজ হয়ে আসবে।
আমার পোস্টা পড়ার জন্য ধন্যবাদ । আর যদি পোষ্টা পড়ে ভালো লাগে তাহলে comment করতে ভুলবেন না। আর আমার যে ভুল গুলা আছে সেসব বলবেন আমি ঠিক করে নিব ইনশাল্লাহ।
Top comments (0)