DEV Community

Cover image for অ্যাডোবি ফটোশপে এ বাংলা ফন্ট ভাঙার সমাধান!
Asish Chandra Mohon
Asish Chandra Mohon

Posted on

অ্যাডোবি ফটোশপে এ বাংলা ফন্ট ভাঙার সমাধান!

অ্যাডোবি ফটোশপে ইউনিকোড কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখলে সাধারণত আমরা বাংলা লেখাটি সঠিকভাবে দেখতে পাই না। যেমন: লেখার যুক্তাক্ষর ভেঙে যায়, এ-কার (ে) এবং ই-কার (ি) ভুল জায়গায় বসে এবং আমরা বিভিন্ন সমস্যা
সমুক্ষিন হয়ে থাকি । কিন্তু আপনি এই সমস্যাগুলো শুধুমাত্র একটি সেটিং পরিবর্তন করেই ঠিক করে ফেলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফটোশপের ভার্সন কমপক্ষে CS6 বা তার থেকে বেশি হতে হবে।

Step 1:
উপরের মেনুবার হতে Edit-এ ক্লিক করুন এবং সেখান থেকে Preferences-এ গিয়ে Type-এ ক্লিক করুন।
Image description

Step 2:
Type- এ ক্লিক করার পর একটি উইন্ডো আসবে উইন্ডোতে Middle Eastern and South Asian নামে একটি অপশন দেখতে পাবেন, সেখান থেকে Middle Eastern and South Asian এ ক্লিক করুন।

Image description

Final Step:
Middle Eastern and South Asian এ ক্লিক করে এই অপশনটি অন করুন এবং আপনার Adobe Photoshop-টি Close করে আবার চালু করুন। পুনরায় চালু হওয়ার পর আবার বাংলা লিখুন, তখন আপনার বাংলা লেখাটি আর ভাঙবে না।

Image description

Top comments (0)