DEV Community

Cover image for কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টিমে কন্ট্রিবিউশন শুরু করবেন?
Faisal Ahammad
Faisal Ahammad

Posted on

কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টিমে কন্ট্রিবিউশন শুরু করবেন?

ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ভাবে কান্ট্রিবিউট করা যায়। আপনি একজন নন টেক পারসন হলেও সহজেই কান্ট্রিবিউট করতে পারবেন কোন প্রকার কোড না করেই। চলেন তাহলে দেখি কোন কোন রিসোর্স ফলো করে কিভাবে কন্ট্রিবিউট শুরু করতে পারেন।

আমি #bn_BD polyglots টাইমে GTE হিসাবে আছি। সহজ ভাষার আপনদের থিম/প্লাগিনে কাউকে PTE হিসাবে অ্যাড করতে, কিংবা আপনাদের ট্রান্সলেট করা কোন পেন্ডিং স্ট্রিং আমি অ্যাপ্রুভ করতে পারি। আমার আরেকটা পরিচয় সামনে শেয়ার করব ইনশাআল্লাহ।

১। ছবি তুলে সাবমিট করা

লিঙ্ক: WordPress Photos

রিসোর্স:

YouTube Video

২। থিম/প্লাগিনের ইংলিশ শব্দ গুলো বাংলায় অনুবাদ করা।

লিংক: Polyglots

রিসোর্স:

YouTube Video

৩। বেশি বেশি অনুবাদ করে প্রজেক্ট ট্রান্সলেশন এডিটর (PTE) হওয়া:

লিংক: ❌

রিসোর্স:

YouTube Video

৪। প্যাটার্ন ডিজাইন করা

লিংক: Create New Pattern

রিসোর্স:

YouTube Video

৫। ফোরামে সাপোর্ট দেওয়া

লিংক: WordPress Support Forums

রিসোর্স:

YouTube Video

৬। ওয়ার্ডপ্রেস কোরে কন্ট্রিবিউট করা

লিংক: ❌

রিসোর্স:

YouTube Video

কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন। আপনার কোন পেন্ডিং ট্রান্সলেশন থাকলেও জানাতে পারেন। আমি শনি - রবিবার ফ্রি থাকি। তখন সব অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্ঠা করব, ইনশাআল্লাহ।

Top comments (0)